পপুলার ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন স্থানে আইনি সচেতনতা শিবির 

দিলওয়ার হোসেন, ধুলিয়ানঃ কখনো পুলিশের অত্যাচার, কখনো বা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আইনী বিষয়ে হয়রানি, সাধারণ মানুষ হেনস্থার শিকার। কিন্তু আইন কি সত্যিই খুব কঠিন, হয়তো বা কঠিন হয়তো বা না। সে বিষয়েই মানুষকে সচেতন করতে নেমেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি সামাজিক সংগঠন।  আইনী সচেতনতা শিবির করে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করছে এই সংগঠন।। আজ মুর্শিদাবাদ এর সামশেরগঞ্জ এর বাসুদেবপুর এর সৈয়দ একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সেইরকমই আইনি সচেতনতা শিবির।

আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী আব্দুল মোমেন হালদার। মূলত, আজকের এই শিবিরে আইনের বিভিন্ন দিক নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন এই শিবিরে উপস্থিত আইনজীবীরা। এই শিবিরে আশেপাশের বিভিন্ন স্থান থেকে কয়েকশো লোক অংশগ্রহণ করেন।

Latest articles

Related articles