বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেলেন মেসি, দারুণ জয় আর্জেন্টিনার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Soccer Football - World Cup - South American Qualifiers - Argentina v Bolivia - El Monumental, Buenos Aires, Argentina - September 9, 2021 Argentina's Lionel Messi celebrates scoring their first goal Pool via REUTERS/Natacha Pisarenko
Soccer Football - World Cup - South American Qualifiers - Argentina v Bolivia - El Monumental, Buenos Aires, Argentina - September 9, 2021 Argentina's Lionel Messi celebrates scoring their first goal Pool via REUTERS/Natacha Pisarenko

এনবিটিভি ডেস্ক: বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়লেন লিয়োনেল মেসি। লাতিন আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায়  পেলেকে পেছনে ফেলে দিলেন তিনি। পেলে ৯২ টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। আর মেসি ১৫৩ টি ম্যাচে টপকালেন কিংবদন্তী ব্রাজিলিয়ানকে। ৭৯ টি গোল করে ফেললেন মেসি।

 

স্তাদিও মনুমেন্তালে শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সঙ্গে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল কএন মেসি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন মেসি।

পিএসজি-র হয়ে একটি ম্যাচে কিছুটা সময়ের জন্য মাঠে নেমেছিলেন মেসি। সে ভাবে এখন ও খেলার সুযোগ না পেলেও তিনি যে দারুণ ছন্দে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিলেন ছ’বারের ব্যালন ডি অর জয়ই এই ফুটবলার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর