
রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা ইংরেজি। পরীক্ষা দিতে গিয়ে স্বভাবসিদ্ধভাবেই কিছু পরীক্ষার্থীর মনে জাগে ভয়ের আবহ। আর এই ভয়ের আবহ থেকেই ভোকেশনাল বিভাগের পড়ুয়া মাফিজা খাতুন, পরীক্ষার হলে যেতে গিয়ে করে বসলেন বড়সড়ো ভুল।
জানা যাচ্ছে, ছাত্রীর উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে কুমারপুর হটেশ্বর হাই স্কুলে। মূলত পরীক্ষার্থী পাঁশকুড়া থেকে বাস ধরে, তার গন্তব্যস্থল রাতুলিয়াতে নামে। কিন্তু ঐদিন ভুলবশত মাফিজা খাতুন ডেবরা পৌঁছে যায়। পরীক্ষার স্থল থেকে অনেক দূরে নেমেছে বুঝতে পেরে, পরীক্ষার্থী ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্টেশনে পৌঁছে বুঝতে পারেন, ট্রেন আসতে দেরি হবে।

এরপর ডেবরা বাজারে ফিরে এসে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ট্রাফিক অফিসারকে পুরো বিষয়বস্তুটি বুঝিয়ে বলেন। কর্মরত ট্রাফিক পুলিশ অফিসার মৃন্ময় হান্ডা তড়িঘড়ি করে ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সহায়তা করে। জানা যাচ্ছে, পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট পর ছাত্রীটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়, সুষ্ঠ ভাবে পরীক্ষায় বসতে সক্ষম হয়। কনস্টেবল মৃন্ময় হান্ডার পরোপকারী মনোভাব কে সাধুবাদ জানিয়েছে সকল এলাকাবাসী।