জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের এলাহাবাদ এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে ১ ব্যক্তিকে খুনের অভিযোগ উঠলো। সূত্রের খবর ওই ব্যক্তির নাম অনুপ সরকার। এই দিন তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ির সামনে পরে থাকতে দেখা যায়। এরপর বংশীহারী থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরিবারের লোকজনদের অভিযোগ, তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হয়েছে অনুপ সরকারকে এবং খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত্রে ওই এলাকায় একটি পিকনিক হয়েছিল সেই পিকনিকে গিয়েছিল অনুপ সরকার,তারপরই আজ তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি পরিবারের লোকজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবছ তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বংশীহারী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Popular Categories