গন আন্দোলনের জেরে উত্তাল থাইল্যান্ড, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201019-WA0028

থাইল্যান্ড,১৯ অক্টোবরঃ

গন আন্দোলনের জেরে উত্তাল থাইল্যান্ড, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন।
গায়ে গরমজল ছিটিয়েও দমানো যায়নি আন্দোলনকারীদের। থাইল্যান্ডে আন্দোলন চলছেই।

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কারের দাবিতে শুক্রবার থাইল্যান্ডে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের ইতি টানতে জারি হয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা উপেক্ষা করেই পথে নেমেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের হটাতে ছেটানো হয় গরমজল। তারপরেও দমানো যায়নি বিক্ষোভকারীদের। রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ। শনিবার মেট্রো বন্ধ করে বিক্ষোভ দেখায় জনতা।
সরকারের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে চারটি সংবাদ সংস্থা। আন্দোলনের নেতৃত্বে থাকা পড়ুয়াদের ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত পাঁচদিন ধরে আপলোড করা সব ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেও চলছে আন্দোলন। এখন দেখার, জনতার কাছে মাথা নত করে কিনা সরকার!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর