শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সাফল্য মুর্শিদাবাদের মেয়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210926-WA0034

বিশ্বজিৎ কর্মকার,মুর্শিদাবাদ: বেশ কিছু দিন আগে শুরু হয়েছিল গ্লোবাল ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১। আর তাতে অংশগ্রহণ করেছিল মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা সাইনা ইসলাম ও সানজিনা ইসলাম। অবশেষে ওই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার মুখ উজ্জ্বল করল ওই দুই মেয়ে।

গত ২৮ শে অগাস্ট থেকে ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলংকায় অনুষ্ঠিত হয় গ্লোবাল ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১, এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিলো ইউনিভার্সাল সোতোকান ক্যারাটে ইউনিয়ন শ্রীলংকা ব্রাঞ্চ |ভারত, বাংলাদেশ,শ্রীলংকা,নেপাল সহ বিশ্বের 45 দেশের 1034 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায় । মুর্শিদাবাদের ডোমকলের ‘মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল থেকে দুই জন ক্যারাটে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য অর্জন করলো | ১২ বছর গার্লস্ কাতা ইভেন্টে সাইনা ইসলাম এবং ৭ বছর গার্লস্ কাতা ইভেন্টে সানজিনা ইসলাম বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড় দের হারিয়ে স্বর্ণ পদক জয় লাভ করে |রেজিনগর থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা সাইনা ও সানজিনা দুই বোন | এর আগেও এরা একাধিক বার আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেছে |এই দুই বোনের পিতা পেশায় শিক্ষক বাসিরুল ইসলাম বলেন ” এই প্রতিযোগিতাটা বেশ কঠিন ছিলো, সাইনা ও সানজিনা তাদের কঠোর পরিশ্রমের ফল পেলো, খুব ভালো লাগছে, আরও ওনেকদূর এগিয়ে যেতে হবে |” এই জয়ে খুশির হাওয়া গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে |

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর