নিউজ ডেস্ক : ভারতে করোনা সংক্রমন বর্তমান বিশ্বের সব থেকে ভয়াবহ অবস্থায় উপনীত হয়েছে। এই কারণে আমেরিকা, সিঙ্গাপুর, ব্রিটেন সহ বিশ্বের বহু দেশ ভারতে তাদের নাগরিকদের আসা যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার নিজের দেশ কৈলাসাতে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন স্বঘোষিত ধর্মগুরু এবং দেশটির রাষ্ট্রপ্রধান নিত্যানন্দ। ভারতে উদ্বেগজনক ভাবে ছড়িয়ে পড়া করোনা সংক্রমনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের তার দেশে প্রবেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য আফ্রিকার দেশ ইকুয়েডরের কাছে একটি দ্বীপের মালিক বলে নিজেকে দাবি করেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। তিনি বর্তমানে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন। তিনি বহুবার রাষ্ট্রসঙ্ঘের কাছে তার দেশের স্বীকৃতি চাইলেও এখনো তা মেলেনি। এমন কি পৃথিবীর কোন স্বীকৃত স্বাধীন দেশ নিত্যানন্দের এই দেশকে স্বীকৃতি দেয়নি। তবে তাতে কিছু এসে যায়না নিত্যানন্দের। সেখানে তিনি চালু করেছেন কৈলাসা ফেডারেল রিজার্ভ ব্যাংক। নিত্যানন্দ ভারতে ধর্ষণ, অর্থ তছরুপ সহ বেশ কিছু অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং ভারত থেকে পলাতক রয়েছেন।