আগামীকাল থেকে UAE তে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করল আমিরাত প্রশাসন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210420_124119

নিউজ ডেস্ক : এবার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছে সেদেশের সরকার। ইতিমধ্যে ভারতীয়দের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, হংকং, নিউজিল্যান্ড সহ আরো বেশ কিছু দেশ। ইউএই এই তালিকায় নবতম সংযোজন।

 

খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিকরা আগামীকাল অর্থাৎ ২৪ শে এপ্রিল শনিবার রাত থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। দশ দিন পরে আবার এই নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে ইউ এ ই সরকার এর তরফ থেকে জানানো হয়েছে।

 

কোন ভারতীয় অন্য কোনো দেশ ঘুরে গেলেও তার প্রবেশাধিকার এই সময়ে দেওয়া হবে না, যদি সেই ব্যক্তি ভায়া গন্তব্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন না করেন। তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে প্রাইভেট জেট গুলিকে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক পাসপোর্টধারী এবং সরকারি প্রতিনিধি দল ও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অন্যদিকে সেদেশ থেকে ভারতে আসার ওপর ও কড়াকড়ি শুরু করেছে আমিরাতের বিমান পরিবহনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর