এনবিটিভি, ওয়েব ডেস্ক: হিংসাদীর্ণ হরিয়ানার নুহ থেকে ২০ কিলোমিটার দূরে তাউরু এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ভিনরাজ্য থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ঝুপড়ি। তাদের মধ্যে অধিকাংশ বাংলার মানুষ বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের দাবি, সোমবার যারা অশান্তি বাধিয়েছিল, তাদেরই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে টুইট করে জানান, “গুরুগ্রাম এবং নুহতে যে ঘটনা ঘটেছে তার খবর পেয়ে এবং ছবি দেখে আমি মর্মাহত। প্রধানত ভিন রাজ্য থেকে আসা মুসলিম শ্রমিকদের ঝুপড়িই ভেঙে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। এবং এদের মধ্যে একটা বড় অংশের মানুষ বাংলার। এমন ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পরিযায়ী ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলির নিরাপত্তার দাবি করছি। এবং পুলিশকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”