এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুরে থামার নাম নেই জাতি দাঙ্গার। ফের হিংসা ছড়ালো বিষ্ণুপুরের কোয়াকতা এলাকায়। বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কুকিদের। ঘটনায় মেতেই সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছে।
জানা গিয়েছে, কোয়াকতায় মেতেই অধ্যুষিত অঞ্চলে ‘বাফার জোন’ পেরিয়ে কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালাতে শুরু করে। তাতেই প্রাণ হারান কমপক্ষে তিন জন মেতেই।