উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের কুমারপুরে সবেরা বৃদ্ধাশ্রমে আবাসিকদের মারধর করার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। শুক্রবার সিসিটিভির মারধরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সিসিটিভিতে দেখা যাচ্ছে, বৃদ্ধাশ্রমের আবাসিকদের মারধর করা হচ্ছে।জানা গিয়েছে, কুমারপুরে সবেরা বৃদ্ধাশ্রম রয়েছে।অভিযোগ, সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের মারধর করেছে বৃদ্ধাশ্রমের মালিক ও তার লোকজন। সেই মারধর করার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে।সিসিটিভির ছবি ভাইরালও হয়েছে।জানা গিয়েছে, ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধাশ্রমের মালিক। এই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধাশ্রমের আবাসিকরা কি বলেছেন তা শুনুন….