করোনা পরিস্থতিতে কেন আয়োজন করা হয়েছিল আইপিএল? বিসিসিআইয়ের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার জনস্বার্থ মামলা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-05 at 1.14.05 PM

এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা হল। আইনজীবী বন্দনা শাহ বম্বে হাইকোর্টে এই মামলা করলেন। বলা হয়েছে, করোনায় বেহাল দশা দেশজুড়ে। তবুও চোখ, কান বন্ধ করে নিজেদের সুবিধার জন্য আইপিএল চালিয়ে গিয়েছে। তাঁরা ‘অহংকারী মানসিকতা’ দেখিয়েছে। জনস্বার্থ মামলার নথিপত্রে আরও বলা হয়েছে, বিসিসিআই যেন ১০০০টাকা অক্সিজেন ও ওষুধের জন্য টাকা ব্যয় করে ক্ষমা চায়৷

আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা পর আইনজীবী বন্দনা শাহ বলেন, “বিসিসিআই কর্তারা ভীষণ অহংকারী। তাই তো দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গিয়েছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের নুন্যতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। ১০০০ কোটি  টাকা  কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে তাদের কাছে ক্ষমা চাইতে হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর