রতন টাটা সায়নকে ইমেলে লিখেছেন, ‘তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। তুমি যে ভাবে ব্যবসার ইচ্ছেটা ধরে রেখেছ এবং সফল হয়েছে তা শুনে আমি অভিভূত। এরই সঙ্গে তিনি আরও লেখেন, ‘আশা করি একদিন তোমার সঙ্গে আমার দেখা করার সুযোগ হবে।’
‘WTF! JUST HAPPENED’ সম্প্রতি বাংলা এবং ইংরেজি, দুই ভাষায় প্রকাশিত হয়েছে ২৬ বছর বয়সী কলকাতার সায়ন চক্রবর্তীর লেখা বই। বলা ভাল তাঁর আত্মজীবনী। যেখানে তিনি কীভাবে স্টার্টআপ ব্যবসায় সফল হয়েছেন সেই বিবরণ দিয়েছেন। পকেটে মাত্র আড়াই হাজার টাকা ছিল। আর তা থেকেই শুরু করেছিলেন স্যান্ডউইচের ব্যবসা। এখন সেই ব্যবসা থেকে আয়ের পরিমাণ পৌঁছে গিয়েছে কয়েক মিলিয়নে।
জানা গিয়েছে, সায়নের লেখা এই বই চলতি বছরের ২৩ অক্টোবর প্যারিসে প্রকাশিত হবে। এটিই প্রথম ভারতীয় নন ফিকশন স্টার্টআপ বই যেটি প্যারিসে প্রকাশিত হতে চলেছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই বইটি ভারতে পাওয়া যাবে।