পল্লীবিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীতে বৃহত্তর দশগ্রামবাসীর মতবিনিময় সভা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_496501651609332

 

 

রফিকুল ইসলাম মামুন, সিলেট জেলা প্রতিনিধি।

 

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ও ১নং জালালাবাদ ইউনিয়নের সিলেট পল্লীবিদ্যুত-২ এর অধীনস্থ বৃহত্তর দশগ্রামের প্রায় দুই হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে লোডশেডিং, বেসামাল বিলের দ্বারা জর্জরিত গত কয়েক দিনের লাগাতার অতিষ্ঠ গরমের মাঝে দিনের বেলা কোথাও বিদ্যুৎ ছিলনা পাশাপাশি ঝড়তুফান তো দূরের কথা আকাশে একটু মেঘলাভাব দেখা দিলে সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। এ ব্যাপারে পল্লীবিদ্যুত-২ এর অভিযোগ কেন্দ্র সমুহে যোগাযোগ করলে তারা নানান অজুহাতের কথা বলে লাইন কেটে দিয়ে থাকে, অনেক সময় শতবার ফোন দেয়ার পরও কেউ ফোন রিসিভ করেনা। বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও বেসামাল বিল বন্ধের দাবীতে আগামীকাল ২৮-০৫-২০২১ ইংরেজি শুক্রবার বিকাল ৩.০০ঘটিকায় স্থানীয় দশগ্রাম বাজারে বৃহত্তর দশগ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

এতে হেংলাকান্দি, নোয়াগাঁও, মুন্সীপাড়া, আলীনগর উত্তর, আলীনগর দক্ষিণ, পালপুর, ইলামেরগাঁও, নোয়াগাঁও, রামকৃষ্ণপুর, লালখাঁ, মাধবপুর টুকেরগাঁও, আমানতপুর সহ বৃহত্তর দশগ্রামের পল্লীবিদ্যুত-২ এর সকল গ্রাহকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর দশগ্রামের যুবসমাজকে উপস্থিত থাকার জন্য সবিনয়পূর্বক আহবাণ করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর