শচীন তেন্ডুলকর শনিবার নিজেই ট্যুইট করে জানালেন তিনি করোনাক্রান্ত। তাঁর বয়ান অনুযায়ী, “আমি পরীক্ষা করিয়েছিলাম। নিজেকে করোনামুক্ত রাখথে সবরকম চেষ্টাও করেছিলাম।কিন্তু আজ আমি করোনাক্রান্ত। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছি। বাড়ির বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। ডাক্তারের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্য কর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে ভালো থাকুন।”
শচীনের ট্যুইটের সাথে সাথে নেটমাধ্যমে ‘Get well soon’ এর বন্যা বয়ে যাচ্ছে।