শারদীয়ার প্রাক্কালে স্বপ্ন সন্ধান মনে করিয়ে দিল উৎসব সবার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201019-WA0000

সামিম আহমেদ, এনবিটিভি, বারুইপুর:
শারদীয়ার প্রাক্কালে স্বপ্ন সন্ধান এর সমস্ত ছাত্র ছাত্রীদের ধর্ম বর্ণ নির্বিশেষে বস্ত্র তুলে দেয়া হয়। অতি মারি স্বপ্নসন্ধানের সেই চলমান গতিকে থামিয়ে দিতে পারেনি। স্বপ্নসন্ধানী সুমিত মন্ডল সকল ছাত্র-ছাত্রীদের মনের জায়গা কে ভরিয়ে দিয়েছেন সঙ্গে এ পার্ট টাও শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র শিক্ষার সার্কাস অথবা ইঁদুর দৌড় মূল উন্নতি নয়। সামাজিক হলেই তবে মাত্র আদর্শ মানুষ হওয়া যায়। স্বপ্নসন্ধান প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের সামাজিক, মানসিক আর্থিক, শিক্ষায় বিকাশ এর লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে দীর্ঘ ২৮ বছর অতিবাহিত করেছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য কখনো জার্মান থেকে, কখনো জাপান থেকে, তামিলনাড়ু থেকে আর্থিক অনুদান নিয়ে তাদেরকে তিমির থেকে লক্ষ্যের তীরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছেন। আজকে শতাধিক ছাত্র ছাত্রী কে শারদীয়ার বস্ত্র তুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতার পাঠ দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক মোহাম্মদ শহিদুল লস্কর, উপস্থিত ছিলেন শ্রীমতি মমতা পুরকাইত, উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন সরদার, ছিলেন লাদাখ চলে রিক্সাওয়ালা শ্রী সত্যেন দাস এছাড়াও বিশিষ্ট বিজ্ঞ মানুষদের উপস্থিতিতে ১ স্বপ্নের হাট উদযাপন হয়ে গেল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর