‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়’, তীব্র রোদে ক্লান্ত খুদে পড়ুয়ারা

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: গত ৩রা ফেব্রুয়ারি থেকে অষ্টম শ্রেণি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে রাজ্য সরকার। আর প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত নির্দেশিকা দেওয়া হয়েছে “পাড়ায় পাড়ায় শিক্ষালয়” করার।

এই শিক্ষা ব্যবস্থায় বলা হয়, স্কুলের আশেপাশে খোলা জায়গায় গাছের তলায় গড়ে তুলতে হবে স্কুল। কিন্তু এই পরিকল্পনা গ্রামাঞ্চলে সফল হলেও শহরাঞ্চলে খোলা মাঠের বড়ই অভাব। আর এই অভাবের জন্যই শহরাঞ্চলে স্কুল গুলিতে স্কুলের উঠনেই নেওয়া হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।

 এইরকমই চিত্র দেখা গেল নদীয়া জেলার বিভিন্ন স্কুলে।রাজ্য সরকারের নেওয়া এই পদক্ষেপে খুশি হয়েছেন অভিভাবকরা। কিন্তু স্কুল উঠানে তীব্র রোদে অসুস্থ হয়ে পড়েছেন  অনেক শিশু এমনটাই দাবি করেছেন অভিভাবকরা। এ কথা মানলেন শিক্ষক শিক্ষিকারাও। অনেক অভিভাবকই প্রশ্ন তুলেছেন  বিদ্যালয়ের বাইরে অমনোযোগী হয়ে পড়েছে তারা।

এই বিষয়ে অবশ্য শিক্ষক শিক্ষিকারা জানান আপাতত প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কয়েকদিন চলুক , তারপর তা থেকে এই নিয়ে সরকার নিশ্চয়ই নতুন কিছু চিন্তাভাবনা করবেন।

Latest articles

Related articles