
২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে। এই রায়ের ফলে ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করা হয়েছে, তবে একটি বিশেষ ব্যতিক্রম হলো ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, “মানবিক কারণে” সোমা দাসের চাকরি বাতিল করা হবে না।
সোমা দাস রায়ের পর বলেন, “আমি কখনও চাইনি আমার চাকরি থাকুক, বাকিদের চলে যাক। এই রায় আমার কাছে অনভিপ্রেত।” তিনি আরও বলেন, সরকার ও কমিশনের গাফিলতির কারণে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সোমা ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন এবং মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। ২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে। অসুস্থ অবস্থাতেও তিনি চাকরির দাবিতে কলকাতায় ধর্ণা দেন। তার সাহসিকতার কারণে আদালত তার চাকরি নিশ্চিত করে বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে সোমাকে নিয়োগ করা হয়।