সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: অনলাইন পরীক্ষার দাবিতে কৃষ্ণনগর বিপিসি আইটিআই কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি, সারাবছর অনলাইন ক্লাস করালেও শেষ হয়নি সম্পূর্ণ সিলেবাস। তারই মধ্যে কলেজ তরফ থেকে অফলাইনে এক্সাম দিতে বলা হয়েছে। তাই তাদের দাবি অবিলম্বে অফলাইন বাতিল করে অনলাইনে পরীক্ষা নিতে হবে, না হলে তারা পরীক্ষায় ফেল ফেল করবে।
এর আগেও ৭ তারিখ কারিগরি দপ্তর ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সেখানে দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলার কৃষ্ণনগরে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের বক্তব্য যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং পরীক্ষা বয়কট করবে বলে হুঁশিয়ারি দেন।