অষ্টমীর আগেই নিভে গেল কলকাতার বুর্জ খলিফা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

srebhumi-club-durga-puja-1

 

 

নিউজ ডেস্ক : পুজোর বাড়তি ভিড়ের মাঝে করোনা সংক্রমণের মধ্যেও বিধিনিষেধের তোয়াক্কা না করে পঞ্চমীর রাত থেকেই ভিআইপি রোড-মুখী দর্শনার্থীরা। ইচ্ছা এক বার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দর্শন। মণ্ডপ তৈরি হয়েছে ‘বুর্জ খলিফা’-র আদলে। দুবাইয়ের এই গগনচুম্বী বাড়ির মতো মন্ডপটি তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরের কাছে এই সর্বজনীনে। কিন্তু এবার এই নকল বুর্জ খলিফার আকর্ষণ থেকে বঞ্চিত হতে হবে দর্শনার্থীদের। ওই মণ্ডপে লাগানো লেজার আলোয় বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে আপত্তি উঠেছে। তার ফলে পস্থকর আগেই তা নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

প্রসঙ্গত, এই পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তবে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কোনও একটি জায়গায় লেজার আলো থাকায় বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে সোমবার রাতে তিন ভিন্ন ভিন্ন সংস্থার পাইলট অভিযোগ জানিয়েছেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। জানা গিয়েছে, পুলিশের পাশাপাশি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়। তার পরেই আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তবে দর্শনার্থীদের আনাগোনায় একটু হলেও ভাটা পড়ার ফলে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যে আশঙ্কা তৈরি হয়েছিল তা কিছুটা প্রশমিত হবে বলে মত বিশেষজ্ঞদের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর