রাস্তার বেহাল দশা ও জলনিকাশি ব্যাবস্থার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210108-WA0006

সাগরদিঘি, হাসান বাসীর,  এনবিটিভি: সাগরদিঘি ব্লকের দিয়ারা গ্রামে স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মূলত, বেহাল রাস্তার সংস্কার ও জলনিকাশি ব্যবস্থার দাবিতে তাদের এই বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দিয়ারা গ্রামের মূল রাস্তার বেহাল দশা। বারবার প্রশাসন কে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই অবশেষে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান গাছের চারা রোপণ করে বিক্ষোভ দেখান। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে দিয়ারা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে যাতায়াত, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিতে এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সে করে গর্ভবতী মহিলাকে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতাল বা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে নানান সমস্যা হয়। অনেক সময় রোগীকে অ্যাম্বুলেন্সে থেকে নামিয়ে কিছুটা হাতিয়ে দূরে গিয়ে আবার অ্যাম্বুলেন্স চাপিয়ে নিয়ে যেতে হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অর্থাৎ বারালা গ্রাম পঞ্চায়েত প্রধান নেবুল চন্দ্র মার্জিত বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। তখন উত্তেজিত জনতা প্রধানকে টেনে হিচড়ে জলে নামিয়ে দেয়। তার পরেই প্রধান ও তার অনুগামীদের সঙ্গে গ্রামবাসীর ধস্তাধস্তি বেঁধে যায়।পরিস্থিতি দেখে প্রধান তার দলবল নিয়ে পালিয়ে যায়।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর