এনবিটিভি, ক্যানিং: দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হল তৃনমূলের তিন যুব কর্মী। আহত ওই তৃণমূল কর্মীরা বর্তমানে ক্যানিং মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ তিন তৃণমূলকর্মী সোনাখালী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে আসছিল। আর তখনই বেশকিছু দুষ্কৃতীরা অস্ত্রসহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপাতে থাকে তাদের। তাদের মধ্যে রাকেশ মোল্লা ওরফে বাপি নামে যুবকটির অবস্থা আশঙ্কাজনক। তাকে সোনাখালী থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দুই জনের শরীরেও বেশ কিছু আঘাতের চিহ্ন আছে।
ওই অঞ্চলের তৃণমূল নেতার বক্তব্য কোনো রাজনৈতিক কারণের এই হামলা হয়নি। এই হামলা হয়েছে ব্যক্তিগত শত্রুতার কারণে।
ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে যানা যায়।