ব্ল্যাক সী’তে ৫৪০ বিলিয়ন ঘনমিটারের বিশাল গ্যাস ভান্ডার আবিষ্কার তুরস্কের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210605_175644

নিউজ ডেস্ক : কৃষ্ণসাগরের আবার এক বিশাল গ্যাস ভান্ডারের সন্ধান পেল তুরস্ক। কৃষ্ণসাগরের দক্ষিণাঞ্চলে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। আমাসরা-১ কূপ এলাকায় আমাদের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ এ সাফল্যে ভূমিকা রাখে। প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের গ্যাস অনুসন্ধানকারী জাহাজ অল ফাতিহের এই সাফল্য সম্পর্কে দেশবাসীকে অবগত করেন। জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম TRT।

এই আবিষ্কারের ফলে তুরস্কের কৃষ্ণসাগরে আবিষ্কৃত মোট গ্যাস ভান্ডারের আয়তন দাঁড়াল ৫৪০ বিলিয়ন ঘনমিটারে। তবে এর আগে ৪০৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে। কিন্তু এবার তা পাওয়া গেল দক্ষিণাঞ্চলে। প্রথম কৃষ্ণসাগরে গত বছর প্রায় ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পায় তুরস্ক। তখন দেশটির তরফ থেকে বলা হয়েছিল আরো বিশাল গ্যাস ভান্ডার আবিষ্কৃত হতে চলেছে। তবে আজারবাইজান রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর ব্যাপক পরিমাণ গ্যাস আমদানি করা মুসলিম বিশ্বের সুপার পাওয়ার হিসেবে উঠে আসা দেশটির গ্যাসের চাহিদার বেশিরভাগটাই ঘরোয়াভাবে পূরন করতে পারবে আর কয়েক বছরের মধ্যে। যা অর্থনীতিকভাবে পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্রের শিকার দেশটির অর্থনীতির পুনরুজ্জীবনের ব্যাপক ভূমিকা আদায় করবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর