Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

অশান্তি অব্যাহত, দু’মাস পর স্কুল খুলছে মণিপুরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

9d8b227bcf3a

এনভিটিভি, ওয়েব ডেস্ক: ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চলছে মণিপুরে।

যদিও চলতি সপ্তাহেও দফায় দফায় সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক জেলা। এর মাঝেই রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। দীর্ঘ দুই মাসের বিরতির পর বুধবার অর্থাৎ আগামিকাল থেকে রাজ্যে ফের স্কুল খুলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। উল্লেখ্য, মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে হিংসার আগুন ছড়িয়ে পড়ে মণিপুরে। অশান্ত পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি, স্কুলও বন্ধ রাখা হয়। মাঝে যদিও স্কুল খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সংঘর্ষের পরিস্থিতিতে পড়ুয়ারা স্কুলে যেতে পারেনি। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মণিপুরে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। পাহাড় এবং উপত্যকা এলাকায় জনজীবন স্বাভাবিক হচ্ছে। বুধবার থেকে স্কুল খোলা হবে। রাজধানী ইম্ফল সহ বিভিন্ন জেলার কৃষকদের জন্য বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। 

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর