নিউজ ডেস্ক : সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত লজ্জাজনক খেলা উপহার দেয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতে বরাবরের মতো এবারও মুখ থুবড়ে পড়ায় ভারতকে ফের খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন মাইকেল ভন। তিনি এবার ভারতীয় মহিলা দলের খেলার সঙ্গে কোহলিদের তুলনা করলেন। কোহলিদের ব্যর্থতাকে পুঁজি করে ভনের এই খোঁচায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
তিনি টুইটারে লেখেন, ভারতের মহিলা দল খুব সুন্দর পারফর্ম করছে। অন্তত একটা ভারতীয় দল ইংল্যান্ডের পরিবেশে ভালো খেলতে পারে। তার এই টুইটের পর বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও তিনি ইংল্যান্ডের মাটিতে ভারতের ব্যর্থতার কারণে ভারতীয় ক্রিকেটারদের তীব্র কটাক্ষ করেছেন। ২০১১ সালে দ্রাবিড়, সচিন, লক্ষণ, জাহির, সেহবাগ সমৃদ্ধ ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ায় সে সময় ভন ভারতের ক্রিকেট দলকে ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে তুলনা করেছিলেন।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়। দুই ইনিংসে ভারতের হয়ে কেউই অর্ধশতাধিক রান করতে পারেননি। কিন্তু গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালী রাজ্যের নেতৃত্বে ভারতের মেয়েরা ভালো লড়াই করে। অবশ্য শেষ পর্যন্ত তারা পরাজিত হয় তবুও তাদের লড়াইকে কুর্নিশ জানান ভন।