পশ্চিম বর্ধমান, আসানসোল: কবিগুরুর জন্ম জয়ন্তিতে শারীরিক ভাবে অক্ষম যুবক কে হুইল চেয়ার দিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। দীর্ঘদিন ধরেই অসমর্থ যুবক পিন্টু যাদব অগ্নিমিত্রা পালের কাছে আবেদন জানিয়েছিলেন তার 3কত ব্যবস্থা করার। আসানসোল দক্ষিণের শান্তিনগরের বাসিন্দা পিন্টুর দুই পা অক্ষম হওয়ার কারণে চলতে পারে না সে। তার মা বাইরে বাইরে কাজ করে কোনো রকমে সংসার চালায়। সামান্য বাইরে গিয়ে এলাকার লোকের সঙ্গে দেখা করার উপায় ছিল না তার। তাই আজ রবি ঠাকুরের জন্ম জয়ন্তী তে বিজেপি নেতাদের উপস্থিতি তে হুইল চেয়ার দান করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্বভাবতই খুশি পিন্টু।
Related articles