Wednesday, April 16, 2025
31 C
Kolkata

অতীতে হিন্দু ধর্ম, বৌদ্ধধর্ম ছেড়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহন করেছিল, আজ বৌদ্ধধর্ম গ্রহন করছে কেন?

~সানাউল্লাহ খাঁন

ইসলাম গ্রহণ করছে না কেন?

  • কেতাবধারী মুসলমান কেতাবে থাকলেও বাস্তবে তা দেখতে পাওয়া যায় না, নামে মুসলমান বাড় বাড়ন্ত, প্র্যাক্টিসিং মুসলমানের বড়ই অভাব।
  • অতীতে মুসলিমগণ তাদের উপর ন্যস্ত আল্লাহ্ প্রদত্ত দায়িত্ব পালনে উদ্যোগী হয়েছিল বলে ভারতীয় হিন্দুরা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু বর্তমান ভারতীয় মুসলিমগণ ‘ইকামতে দ্বীন’ কি সেটাই ভুলে গেছে।
  • জাতি হিসাবে মুসলিম জনগোষ্ঠীর সামগ্রীকভাবে চারিত্রিক অধঃপতন। 
  • মাযহাব-মাসলাক গত বিভেদ, বিচ্ছেদ, বিতর্ক, অনৈক্য, অনর্থক ফতুয়াবাজি। 
  • অমুসলিমদের কাছে কুরআন ও সুন্নাহর দাওয়াত এবং পরিচিতি তুলে ধরতে না পারা। 
  • মুসলিম সমাজে ইসলামী আইনব্যাবস্থার অনুসরন না করা। 
  • মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় যথাযথ ভাবে কুরআন, হাদীস, ফিকহের গবেষণামূলক শিক্ষা পদ্ধতির প্রয়োগ না থাকা।
  • সামগ্রীকভাবে আলিমদের দ্বারা যুগ জিজ্ঞাসার সঠিক ইসলামী সমাধান পেশ করতে না পারা। 
  • সাধারণ ভাবে আলিম গোষ্ঠীর দ্বারা সামগ্রীক ভাবে পূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন হিসাবে ইসলামকে উপস্থাপিত করতে না পারা। 
  • শাসন-প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে ইসলামী নির্দেশনা প্রকাশ না করা।
জামা মসজিদ, নতুন দিল্লী

এছাড়া যেগুলি উল্লেখযোগ্য, তা হল-

  • ইসলাম ধর্ম গ্ৰহণ হিন্দুদের কাছে ঝুঁকি পূর্ণ, তারা তো দেখছে ভারতীয় মুসলিমরা হিন্দুত্ববাদীদের কাছে প্রতিনিয়ত কীভাবে নির্যাতিত হতে হচ্ছে, অযথা প্রাণের মায়া ত্যাগ করে ইসলাম গ্রহন করে নতুন করে বিপদ ডেকে এনে লাভ নেই।
  • বৌদ্ধ ধর্ম গ্রহণ করলে সংরক্ষণের সুবিধা থেকে বাদ পড়বেনা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলে এই সুবিধা থেকে বাদ পড়ে যাবে।
  • বর্তমানে ভারতবর্ষে যে ভাবে মুসলমানদের উপর ঘৃণা উগরে দেওয়া হচ্ছে, দিকে দিকে মুসলমানরা সরকার ও সরকারি প্রশ্রয়ে আক্রান্ত হচ্ছে, তা থেকে কিছুটা হলেও দুরত্ব বজায় রাখা।
  • আগে ইসলাম গ্রহণ করেছিল- তখন মুসলমান শাসকের জাত ছিল, আজ তারাই নিজভুমিতে শাসিত।
  • সর্বোপরি সময়ের সাথে তাল মিলিয়ে দ্বীন ইসলামকে তুলে ধরতে ব্যর্থ মুসলমান। তার সাথে সাথে সংবাদ মাধ্যমের অপপ্রচার- ইসলামফোবিয়া ছড়িয়ে দেওয়া। জবাব দেওয়ার জন্য আমাদের হাতে কোন উৎকৃষ্ট সংবাদ মাধ্যম নেই। 

মানুষের কাছে ৩০০০ বছরের প্রাচীন বৌদ্ধধর্ম আধুনিক মনে হচ্ছে অথচ সবচেয়ে আধুনিক ইসলাম ধর্মকে প্রাচীন অর্থডক্স মনে হচ্ছে। এর কারণ হল- আমাদের পূর্বপুরুষরা মানুষের প্রয়োজন পূরণের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে যেভাবে পারদর্শীতা দেখিয়েছিল আমরা তা করে দেখাতে ব্যর্থ। রাষ্ট্র শাসন থেকে শুরু করে সামাজিক বৈষম্য দুর করে বিজ্ঞান, শিল্পকলা, ন্যায়, সাম্য ও সুবিচার যেভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, ক্ষমতাহারা মুসলমান নিঃস্ব হয়ে তার থেকে বহু দুরে সরে গিয়েছে। অসহায় কখনো আর এক অসহায়কে সাহারা দিতে পারেনা। অন্ধ কখনো আর একজন অন্ধকে পথ চলতে সাহায্য করতে পারে না। মূলকথা হল- Charity Begins at Home অর্থাৎ ভাল কাজটা নিজ ঘর থেকেই শুরু করতে হয়। মুসলমানরা যদি মুসলমান হয়ে যায়, আজও বিশ্ব তাদের কুর্নিশ করার জন্য তৈরি আছে।

মতামত ব্যক্তিগত।


Hot this week

ছত্তিশগড়ের রায়পুরে চার্চে হামলা : বজরং দলের অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ওয়াআরএস কলোনিতে প্রায় ২০ বছর আগে তৈরি...

“শুভ নয় এই নববর্ষ” – চাকরি হারানোদের প্রতিবাদ মিছিল কলকাতা ও দিল্লিতে

নববর্ষের দিনে, মঙ্গলবার সন্ধ্যায়, কলকাতার রাস্তায় নামলেন বহু চাকরিহারা...

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নারীর হিজাব ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬ জন

উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে...

Topics

ছত্তিশগড়ের রায়পুরে চার্চে হামলা : বজরং দলের অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ওয়াআরএস কলোনিতে প্রায় ২০ বছর আগে তৈরি...

“শুভ নয় এই নববর্ষ” – চাকরি হারানোদের প্রতিবাদ মিছিল কলকাতা ও দিল্লিতে

নববর্ষের দিনে, মঙ্গলবার সন্ধ্যায়, কলকাতার রাস্তায় নামলেন বহু চাকরিহারা...

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নারীর হিজাব ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬ জন

উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে...

গাজার শেষ আশ্রয়ও ধ্বংস: ইসরায়েলি হামলায় হাসপাতাল গুঁড়িয়ে, শিশুর মৃত্যু

গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালটি ইসরায়েলি বাহিনীর বোমা হামলায়...

উত্তরাখণ্ডে মাদ্রাসা বন্ধ নিয়ে বিতর্ক : মুসলিম সমাজে ক্ষোভ

উত্তরাখণ্ডে গত কয়েক দিনে অন্তত ১৭০টি মাদ্রাসা বন্ধ করে...

Related Articles

Popular Categories