বানপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন

পাঁচটি শ্রমিক সংগঠনের ডাকে বেতন চুক্তি সহ কয়েকটি দাবি নিয়ে আইএসপি বানপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন । বুধবার সকাল থেকেই এই কর্মবিরতিতে সামিল হয়েছে ৫টি শ্রমিক সংগঠনের শ্রমিকরা। সকালে ইসকো গেটের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। সিটু , আইএনটিইউসি , সহ পাঁচটি শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটে মহিলা শ্রমিকরাও অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা বংশ গোপাল চৌধুরি। বংশগোপালবাবু বলেন , ‘আমরা খবর পাচ্ছি বানপুর ইসকো সহ সারা ভারতবর্ষের ইস্পাত কারখানায় এই বন্ধ চলছে। ৬ বার ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক হয়েছে।’

Latest articles

Related articles