মুর্শিদাবাদের আহিরণে সভা তৃণমূল কংগ্রেসের

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ আজ মুর্শিদাবাদের সুতি ব্লকের আহিরণে তৃণমূল কংগ্রেসের কর্মী নিয়ে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে পাল্টা সভা করলো রঘুনাথগঞ্জ ১ নম্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন। বিগত ১০ ফেব্রুয়ারী বুধবার সুতি ব্লকে বিজেপির নেতৃত্বে প্রকাশ্যে জনসভা ও রথযাত্রা হয়। আজকের এই প্রকাশ্য জনসভায় মন্ত্রী জাকির হোসেন কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য আবারো মামাটি মানুষের সরকার গড়বে বাংলার জনগণ। কারণ তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে যে উন্নয়ন করে চলেছে, সেই উন্নয়নের শিখরে মানুষ বাংলার জননেত্রীকে আবারো মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় চাই। এছাড়াও তিনি বলেন বাংলায় কোনো সাম্প্রদায়িক দলের ঠাঁই নেই।

বিজেপি নামক অপশক্তিকে মানুষ আগামী নির্বাচনে ছুড়ে ফেলবে। এছাড়াও তিনি বলেন আজকের সভায় বিজেপির জনসভার চাইতে তিনগুন বেশি লোক জমায়েত হয়েছেন আজকের তৃণমূলের এই পাল্টা সভায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার মুখপাত্র গৌতম ঘোষ। তিনি বলেন মন্ত্রী জাকির হোসেন যে ভাবে মানুষের কাজ করছেন আগামীতে তিনি যদি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হন কোনো অপশক্তি তাকে পরাজিত করতে পারবে না। এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Latest articles

Related articles