কৃষি আইনের প্রতিবাদে ক্ষেতমজুর সংগঠনের রেল অবরোধ

জুলফিকার মোল্যা, বসিরহাটঃ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বসিরহাটে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত ক্ষেতমজুর সংগঠন কমিটি। বৃহস্পতিবার কৃষিআইন প্রত‍্যাহারের দাবীতে রেল অবরোধের ডাক দেয় ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে।

এদিন ভ্যাবলা স্টেশনে রেল অবরোধের পাশাপাশি বসিরহাট স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা৷ নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অজয় বাইন সহ বিভিন্ন নেতা‌রা। উল্লেখ্য, ফসলের ন্যুনতম দামের দাবিতে বেশ কয়েকমাস ধরে কৃষকরা দিল্লির উপকণ্ঠে অবস্থান করছেন এই শীতের রাতে তাদের কথা সরকার একবারও ভাবছে না। গত ২৬ জানুয়ারি দিল্লির দিকে কৃষকদের ট্রাক্টরের করে দিল্লিতে এসে বিশৃঙ্খলার পর পরিস্থিতি জটিলতা আরো বাড়ে। এছাড়াও আন্দোলনকারীদের আরও বক্তব্য নির্বাচনের আগে বিজেপি পশ্চিমবঙ্গের সর্বত্র কৃষি আইনের সুফল বোঝাতে জনসভা করছে দলের কেন্দ্রীয় নেতাদের বারবার এনে। কিন্তু এই রাজ্যের কৃষকের কথা একবার ভাবছে না।

Latest articles

Related articles