মরুর বুকে ভরা বসন্তে তুষারঝড় সৌদি আরবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1922691-1786935155

পৃথিবীর ইতিহাসের কখনো কি পাওয়া যায় মরুভূমিতে তুষারপাতের কথা? কিন্তু ইতিহাসের পাতার ঘাটতি পূরণ করে সৌদি আরবের মত পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানে হচ্ছে তুষারঝড়। বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবের আবহাওয়ার অবনমন পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু হঠাৎই, ভরা বসন্তে শীতের আভাস আকাঙ্ক্ষিত করে তোলে সৌদি বাসির। শুধু শীতের আভাস নয়, রীতিমতো তুষার আরম্ভ হয়েছে সৌদি আরবে!

শীতকালে সূর্যাস্তের পর প্রচণ্ড ঠাণ্ডার মুখোমুখি হতে হয় সকল সৌদি বাসির। কিন্তু তুষার ঝড়! তাও আবার ভরা বসন্তে! এমন বিরল ঘটনা এর আগে কখনো সাধারণত ঘটতে দেখা যায়নি। কনকনে ঠান্ডায় কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না, আবার কেউ কেউ সরকারি সর্তকতা অগ্রাহ্য করে তুষারঝড়ের মুখোমুখি হতে এবং ফটো তুলতে বেরিয়ে পড়ছেন রাস্তায়।

এই ঘটনার সূত্রপাত জানতে হলে উল্টোতে হয় ইতিহাসের পাতা, যেতে হয় পুরানো দিনের কোন স্মৃতি কথায়। হ্যাঁ! প্রায় ৫০ বছর আগে সাহারা মরুভূমিতে এমনই এক বিরল ঘটনা বিশ্ববাসীর সম্মুখে উপস্থাপিত হয়েছিল। তারপর এমন কোন ঘটনা আর জনসম্মুখে ঘটতে দেখা যায়নি। প্রায় ৫০ বছর পরে এই ভরা বসন্তের মৌসুমে সৌদি আরবের মতো জায়গায় দেখা গেল তুষারপাত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর