নোয়াখালীর ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শরীয়াহ্ বোর্ড গঠন করার দাবি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201006-WA0017

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর বেগমগঞ্জের এখলাশপুরে একজন গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানী ও পৈচাসিক বর্বরোচিত নির্যাতন চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর ৷

আজ ৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টা, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সভাপতি আসাদুল্লার সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক এহসানুল্লার সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ডিজিটাল বর্বরতা ঘটনা উদ্বেগজনক মাত্রায় অহরহ বেড়েই চলছে ৷ নোয়াখালীর এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে । এ ঘটনার বিবরণ শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় সংস্কৃতি চর্চা ও রাষ্ট্রীয় সুষ্ঠ বিচারিক ব্যবস্থা না থাকায় পষুত্বের দুয়ারে পা রাখতে সংকোচবোধ করে না ৷

প্রধান মেহমান; কেন্দ্রীয় সভাপতি আতিক সাদ্দিকী তাঁর ভাষণে বলেন; এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি অগোচরে রয়ে যায় ৷ এবং লম্পটদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক এবং উক্ত ঘটনা দ্বারা প্রতিয়মান হয় দেশ পরিচালনা সুষ্ঠ ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে না ৷ দেশের অর্থ সম্পদ কে লুটে মত্ত হয়ে দেশ পরিচালনায় ব্যর্থ প্রমানিত হচ্ছে বারংবার ৷

বিশেষ মেহমান; কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী বলেন; ছাত্রলীগ পুলিশের চত্রছায়ায় থেকে প্রস্রয় পেয়ে এসব ঘৃণিত কাজ করতে দ্বিধাবোধ করে না ৷ দেশে একের পর এক ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় যদ্বরূন ধর্ষণ আজ মহামারীর আকার ধারণ করেছে।

অন্যান্য বক্তারা বলেন; নারীর মর্যাদা সুরক্ষায় প্রয়োজন বিজ্ঞ আলেমদের দিয়ে শরীয়হ্ বোর্ড গঠন করা ৷ নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি, সমাজ ও সংসার সবকিছুই নিরাপদ । ধর্ষণ, নারী নির্যাতন এসব রোধে শরঈ পর্দা বাধ্যতামূলক ও শরীয়াহ্ বোর্ড গঠন করে এর যথাযথ ব্যবস্থা করার বিকল্প নেই ৷
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি বিএম আমীর জিহাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, সাকিবসহ প্রমুখ নেতৃবৃন্দ ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর