পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ বিজেপির, পাল্টা তৃণমূলের

এনবিটিভি ডেস্কঃ বিজেপির পরিবর্তন যাত্রা ট্যাবলোর উপরে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল বসিরহাটের মিনখাঁয়। পাল্টা অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধেও। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। উভয়পক্ষের একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। মিনাখাঁর মালঞ্চ বাজারে বিজেপি পরিবর্তন যাত্রা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ পক্ষ থেকেও, তৃণমূলের পার্টি অফিস সহ কয়েকজন কর্মীকে মারধর ও কয়েকটি বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগের তীর বিজেপির দিকে৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Latest articles

Related articles