প্রসূতি মাকে রক্ত দান করে ভোট প্রচারে নামলেন রাণীনগর বিধানসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী সাহের আলম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৮ দফায় করার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন । ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন দল নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছে। মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভায় জোর কদমে ভোট প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।প্রসূতি মাকে রক্ত দান করে বিকল্প পদ্ধতিতে ভোট প্রচারের নামলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাণীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সাহের আলম । ধুলাউরির রাধাকান্তপুরের ময়না বিবি নামে এক প্রসূতি মায়ের রক্তের অভাবে অপারেশন আটকে ছিলো। এসডিপিআই এর নেতৃত্বের কাছে সেই খবর আসে তার পর ওই মেয়েটির রক্তের গ্রুপের সাথে সাহের আলমের রক্তের গ্রুপ মিলে যায় ।শুক্রবার তিনি ডোমকল হসপিটালে গিয়ে রক্ত দান করেন।

রাণীনগর বিধানসভায় বিগত ১০ বছরে কংগ্রেসের বিধায়িকা ফিরোজা বেগমকে আবার প্রার্থী করেছে ।এলাকার মানুষের অভিযোগ এই বিধানসভা কেন্দ্রে তাকে সেভাবে উন্নয়নমূলক কাজ করতে দেখা যায়নি তাই এলাকার তার প্রতি রয়েছে ক্ষোভ । অন্যদিকে এসডিপিআই এর প্রার্থী সাহের আলমের এলাকায় সামাজসেবী হিসাবে রয়েছে ভালো পরিচিতি। এলাকায় ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এসডিপিআই এর নেতৃত্ব ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর