ভালোবেসে ধর্ম পরিবর্তন করে বিয়ে,অভিমান করে আত্মহত্যা।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_1167509520277976

 

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি

চট্টগ্রামের, সিতাকুন্ড উপজেলার, কুমিরা ইউপির, কাজী পাড়ার, সুস্মিতা জীবনের ইতি টানলেন।
ভালোবেসে ২০ বছর প্রেম করার পর খিস্ট্রান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে। অত:পর আত্মহত্যার মধ্যদিয়ে ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন সুস্মিতা। ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ের কাজীপাড়া এলাকায়।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুষ্মিতা।

কুমিরা কাজীপাড়া এলাকার কাসেম মেম্বারের বাড়ীর মোঃ সোহেলের স্ত্রী তিনি। সন্তান সম্ভবা এই গৃহবধূর আগামী ১৫ জুলাই সন্তান প্রসব করার তারিখ ছিল বলে জানিয়েছে তার মা স্বপ্না চৌধুরী।
ঘটনার বিবরণে জানা যায়, সুষ্মিতা তার বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী সোহেলের সাথে মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে দুপুরের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
বিষয়টি স্বামী গোপন করে স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে।
সুস্মিতার বাড়ি রাউজান থানার জবাব মোল্লাপাড়া বলে জানা যায়।

এ ব্যাপারে সুস্মিতার মা স্বপ্না চৌধুরী বলেন, আমার মেয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করে নিজেই অন্যায় করেছে। সেক্ষেত্রে আমরা থানায় কোন মামলা দায়ের করব না।
বিষয়টি নিশ্চিত করে ৭নং কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী বলেন, স্বামীর সাথে কথা কাটাকাটির ফলে ঐ মহিলা আত্মহত্যা করেছেন এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের ঘরে ৬ বছর বয়সের একটা কন্যা সন্তান রয়েছে।
এ রির্পোট লিখা পর্যন্ত লাশ চমেক হাসপাতালের মর্গে ছিল।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্যে পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর