করোনা এবং ইয়াশের আঘাত, ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার ফি মুকুব করল আলিয়া বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর কিছুদিন আগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াশ। লকডাউন ও চলছে রাজ্যজুড়ে, যা প্রভাব ফেলেছে সাধারন মানুষের আয়ের ওপর। অর্থনৈতিক প্রতিকূলতার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনারত ছাত্রছাত্রীরা সেমিস্টার ফি জমা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। আবার এ বছর সেই ভাবে ক্লাস ও আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয়। এই সব কারণে সেমিষ্টার ফি মুকুব করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনেক ছাত্রছাত্রী আবেদন ও জানিয়েছিলেন। তাদের সমস্যার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবার আসন্ন সেমিস্টার ফি মূকুব করার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গত ১৬ই জুন নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদের সেমিস্টার ফি মুকুব করার বিষয়টি জানানো হয়েছে। তবে কতৃপক্ষের তরফ থেকে অর্থনৈতিকভাবে সচ্ছল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা যেন ফি জমা দেওয়ার চেষ্টা করেন।

Latest articles

Related articles