তৃতীয় ঢেউয়ের আগে স্বস্তির খবর, শিশু শরীরে স্থায়ী হচ্ছে না কোভিড উপসর্গ

ওয়াশিংটন: বিশ্বজুড়েই করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই করোনার ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে মারাত্মকভাবে। সেই মোতাবেক শিশুদের টিকাকরণ শুরুর ট্রায়ালও চালু হয়েছে একাধিক দেশে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিল একটি গবেষণা। দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট হেলথ জার্নালে জানান হয়েছে বেশিরভাগ শিশু যারা করোনা আক্রান্ত হয়, তাদের দেহে ছ’দিনে যেমন উপসর্গ থাকে, চার সপ্তাহ পেরিয়ে গেলে সেই উপসর্গ কমতে শুরু করে।

ব্রিটেনের কিংস কলেজের অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম লেখক এমা ডানকান বলেন, অত্যন্ত স্বস্তির গবেষণা উঠে এসেছে।  দেখা গিয়েছে সংক্রমিত শিশুদের দেহে করোনার উপসর্গ দীর্ঘস্থায়ী হচ্ছে না। প্রাপ্তবয়স্কদের দেহে দেখা গিয়েছে চার সপ্তাহের পরও লক্ষণগুলি থেকে যাচ্ছে। শিশুদের দেহে সেই সমস্যা অবশ্য নেই।

 

এমনকী SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত অনেক শিশুর দেহে কিন্তু কোভিডের উপসর্গও দেখা যাচ্ছে না। সামান্য লক্ষণ হয়ত প্রকাশ পেয়েছে। এই গবেষণা ZOE COVID স্টাডি স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে করা হয়েছে।  পাঁচ বছর থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে এই গবেষণা চলেছে। প্রায় ২ লক্ষ ৫০ হাজার শিশুরা এই গবেষণায় অংশগ্রহণ করেছিল।

যদিও এদের মধ্যে ব্যতিক্রম ঘটনাও দেখা গিয়েছিল। অনেক শিশুর দেহে দীর্ঘকালীন অসুস্থতাও দেখা গিয়েছে। সেই সকল উপসর্গের মধ্যে ছিল ক্লান্তি। এটিই সবচেয়ে স্থায়ী লক্ষণ ছিল। মাথাব্যথা এবং গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার লক্ষণও দেখা গিয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেহে এই উপসর্গ ছিল কয়েক দিন স্থায়ী।

 

 

এদিকে, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই আরেক বিপদ দোরে কড়া নাড়ছে। মার্কিন মুলুকে নতুন আতঙ্ক Disaster Respiratory Virus (RSV)। ২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের থেকেও সংক্রামক এই রোগ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে মার্কিন প্রশাসন। করোনা সংক্রমণের মধ্যেই যদি এই আতঙ্ক মাথা চাড়া দেয়, তাহলে শিশুদের সামাল দেওয়া যাবে কীভাবে, তাই নিয়ে চিন্তায় তারা।

 

 

Latest articles

Related articles