সালানপুর ব্লকের দেন্দুয়া সহ রামডি কালিপাথর, সিদাবাড়ি, বাথনবাড়ি, বরাভূই মত কয়েকটি গ্রামে অবৈধভাবে দিন রাত্রি চলছে কোয়াজ পাথরের ব্যাবসা। এমনি ঘটনা সামনে এলো শুক্রবার দেন্দুয়া গ্রাম সংলগ্ন “ধ” পাহাড়ি এলাকায়। পাহাড়ের সৌন্দর্য শেষ করে জেসিপি দ্বারা ও ব্লাস্টিং করে এবং সাবলের দ্বারা খনন করে অনায়াসে মাটি কেঁটে সাদা কোয়াজ পাথরগুলি বের করে বিভিন্ন কল কারখানায় মোটা অঙ্কের অর্থে বিক্রি করছে। এই খবর গ্রামবাসীরা জানা মাত্রই সিদ্ধান্ত নেয় এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য শেষ হতে দেওয়া যাবে না, গ্রামবাসীরা একত্রিত ভাবে শুক্রবার ওই এলাকা গিয়ে হাতেনাতে ধরে ফেলে ট্রাক্টর ভর্তি কোয়াজ পাথরের গাড়ি। এই বিষয়ে খবর দেওয়া হয় সালানপুর থানা ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে। কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থল থেকে ট্রাক্টার বেলচা, কোদাল, সাবল, হাতুড়ি সহ আরো বিভিন্ন সামগ্রিক বাজেয়াপ্ত করে।
ওই ঘটনাস্থলে মজুত অবৈধ কোয়াজ পাথরের কারবারি বাপি মাহাতো জানান দুই দিন আগে টাকার লোভে ভুল করে এই কাজ সে করে ফেলেছে।
কিন্তু ওই এলাকার এক মানুষ সঞ্জয় মাহাতো বলেন “আমার জমি ও আশেপাশের জমিতে কালীপাথরের বাসিন্দা কাম রুদীন আনসারী ও সামসুল আলম নামক দুই ব্যক্তি ওই মাটি কেঁটে পাথর বিক্রি করে এই বিষয়ে তার নাকি জানা ছিলো না। তাকে নাকি বলা হয়েছিলো তার জমি থেকে মাটি কেঁটে তারা নিবে এবং তাকে একটা ছোট পুকুর করে দেওয়া হবে। তিনি বলেন যে আমি গরীব মানুষ পুকুরের লোভে আমি জায়গা তাদের দিয়েছিলাম। জায়গাটি দিয়ে আমি ভুল করেছি তাই এই জায়গাটি আমি ভরাট করে দেবো।“
এই নিয়ে দেন্দুয়া পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন দত্ত বলেন যে “অবৈধভাবে কিছু মাফিয়ারা একত্রিত ভাবে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করছে,’ধ’ পাহাড়িতে বিভিন্ন জায়গায় মাটি কেঁটে কোয়াজ পাথর বের করে পাহাড় ও গাছগুলি নষ্ট করার চেষ্টা করছে। তার প্রমাণ আজ সবার সামনে। গ্রামবাসীরা এই গাড়ি ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে ফোন করে খবর দেওয়া হয় পুলিশ এসে ট্রাক্টর আরো বিভিন্ন সামগ্রিক বাজেয়াপ্ত করে।“