আজ আনিসের বাড়ীতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আনিসের বাড়ীতে প্রতিনিধি দল।
আনিসের বাড়ীতে প্রতিনিধি দল।

আমতা, এনবিটিভিঃ  আজ আমতায় আনিসের বাড়ীতে প্রাক্তন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন বিচারপতি মাননীয় এন্তাজ আলি শাহের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিহত আনিস খানের বাড়ীতে সৌজন্য মুলক সাক্ষাতকার করেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ও প্রতিবাদী কণ্ঠ আনিস খানকে পরিকল্পিত ভাবে বাড়ীতে হত্যা করা হয় বলে অভিযোগ। এতদিন হয়ে গেল আমতার ছাত্র-নেতা আনিস খান অস্বাভাবিক মৃত্যু রহস্যের। কাটেনি সেই রহস্যময় জাল। এখনও এক জন হোমগার্ড ও এক জন সিভিক ভলেন্টিয়ার ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি সিট। সিট গঠনের পর ১২ দিন কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৫ দিনের মধ্যে এই ঘটনার কিনারা করবেন। এখন দেখার আর দু’দিনের মধ্যে সিট কী রিপোর্ট দেয় মৃত্যু-তদন্তে। সেই দিকে তাকিয়ে আনিসের  ন্যায়বিচার চেয়ে থাকা তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

  উক্ত প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি সাদিক সাহেব, আইনজীবী আনিসুর রহমান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক এ কে এম গোলাম মর্ত্তোজা, বিশিষ্ট সমাজ কর্মী হাবিবুর রহমান সাহেব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর