21 C
Kolkata
Sunday, November 28, 2021

অভিনেত্রী কোয়েল যখন পঞ্চম শ্রেণীতে পড়েন

Must read

জেসমিনা খাতুন: লকডাউনে গৃহবন্দি। তার উপর সে মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে ছোটবেলার স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ফিরে গেলে ‘পুরানো সেই দিনের কথা’য়।

কোয়েল তখন পঞ্চম শ্রেণিতে পড়েন। সেবছর সরস্বতী পূজার দিনে ভবানীপুরের বাড়িতে সাজুগুজু করে ছবি তুলেছিলেন তিনি। এত বছর পর সেই ছবিই হঠাৎ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। 

ছবিতে অবশ্য কোয়েলের সঙ্গে আরও এক কিশোরীকে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে ওই কিশোরীর নাম সুকন্যা পাল। তবে সম্পর্কে তিনি কোয়েলের কে হন, তা অবশ্য ছবিতে উল্লেখ নেই। তবে কোয়েল মল্লিকের পুরনো আরও একটি ইনস্টা পোস্ট আর ট্যাগিং দেখে মনে হচ্ছে সুকন্যা পালই হলেন কোয়েলের সঙ্গে থাকা ছোটবেলার ওই কিশোরী।

এই ছবি দেখলে হয়ত আপনিও হয়ত লকডাউনের এই সময় মনে মনে নিজের ছোটবেলায় ফিরে যাবেন। কোয়েলের এই ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই।

প্রসঙ্গত লকডাউনের কারণে পিছিয়ে গেছে কোয়েল মল্লিকের ছবি ‘রক্তরহস্য’। ছবিটি ঠিক কবে মুক্তি পাবে, তা প্রযোজনা সংস্থার তরফে লকডাউনের পর জানানো হবে বলেই জানা যাচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article