কৃষি আইনের দাবি বাতিল করার পরেই CAA আইন বাতিলের দাবী উঠছে জোরালো ভাবে

এনবিটিভি ডেস্ক ঃ কৃষি আইন বাতিল ঘোষণার পরেই দাবি উঠলো সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ – কে বাতিল করার । কৃষি আইন প্রত্যাহারের পরে জমিয়ত উলেমা–ই  হিন্দের তরফে সিএএ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে । জোরালো গুরুতর এই দাবি তুলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। একই দাবি উঠছে সামাজিক মাধ্যম গুলিতে  সিএএ নিয়েই । শনিবার স্বরাষ্ট্র সূত্রে জানানো হয়েছে ,সিএএ – এর সঙ্গে জাতীয় সুরক্ষা বিষয়টি জড়িয়ে রয়েছে । সি এ এ প্রত্যাহারের সম্ভাবনা জড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি  সভাপতি সুকান্ত মজুমদার । তিনি আজ বলেন , ‘’ দ্রুত যাতে সিএএ আইন প্রয়োগ করা যায় সে নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি । প্রয়োজনে কেন্দ্রের কাছেও আবেদন জানাবো । ‘’ কিন্তু আইন পাশ হবার পরে দু বছর কেটে যাওয়ার পরেও এখনও ওই আইন এর ধারা তৈরি করতে পারেনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক ।

স্বরাষ্ট মন্ত্রকের এ জানিয়েছে , সিএএ ৩৭০ প্রত্যাহারের সঙ্গে জাতীয় সুরক্ষার বিষয়টি জড়িয়ে রয়েছে যা কৃষি আইনের সঙ্গে কোনভাবেই জড়িত নয় । কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জম্বু –কাশ্মীরের সভাপতি গুলাম আহমেদ মির জানান , ‘’ যে সব ক্ষেত্রে  অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইসব সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে সরকারকে । আশা করছি একদিন উপত্যকার মানুষের কথা শুনে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে প্রধানমন্ত্রীকে । কারণ  সাধারণ মানুষ ওই সিদ্ধান্তে খুশি নয়‘’।

 

Latest articles

Related articles