সব ধাক্কা সহ্য করে নেব, দেশকে বাঁচানোর আমাদের দায়িত্ব: যোগী পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রাহুল গান্ধীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201006-WA0051

জাতীয় ডেস্ক,এনবিটিভি: হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশ গলাধাক্কা দিয়েছিল তাঁকে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী মঙ্গলবার পঞ্জাবে সেই প্রসঙ্গ তুললেন। বুঝিয়ে দিলেন, যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের ওই আচরণ তিনি ধর্তব্যের মধ্যেই আনছেন না। রাহুলের কথায়, ‘‘যদি আমাকে ধাক্কা দেওয়া হয় তাতে কী-ই বা হয়েছে, আমাদের কাজ দেশকে রক্ষা করা।’’

পাঞ্জাবের মোগায় রবিবার শুরু হওয়া ‘খেতি বাঁচাও যাত্রা’ নামে তিন দিনের ‘ট্রাক্টর র‌্যালি’-তে অংশ নিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এ দিনই ছিল কর্মসূচির সমাপ্তি। ট্রাক্টর সওয়ারি রাহুল বলেন, ‘‘ওই সরকার (কেন্দ্র) গোটা দেশের মানুষকেই ধাক্কা দিয়ে কোণঠাসা করে দিয়েছে। তাই আমাকে ধাক্কা দেওয়া হয়েছে কি না, সেটা কোনও বড় বিষয় নয়।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন হাথরস-কাণ্ড নিয়ে একটি কথা বলেননি, সে প্রশ্নও এ দিন তুলেছেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর