নাবালিকার বিয়ে রুখল ত্রিপুরার এক সংস্থা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210921_195355

সুব্রত দে, ত্রিপুরা: আবারো নাবালিকা মেয়ের বিয়ে ভেঙ্গে দিল চাইল্ড লাইন এবং সামাজিক শিক্ষাঙ্গন নামে একটি সংস্থা। মঙ্গলবার বিকালে সামাজিক শিক্ষাঙ্গন নামের সংস্থার কাছে একটি গোপন খবর আসে, যে আগরতলা ভট্ট পুকুর কালিটিলা এলাকায় এক নাবালিকা মেয়েকে তার মামার বাড়িতে এনে বিয়ে দেওয়া হচ্ছে।

রাতেই তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু বিয়ে হবার আগেই চাইল্ড লাইন এবং সামাজিক শিক্ষাঙ্গন নামে সংস্থার সদস্যরা পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ নিয়ে ভট্ট পুকুর কালিটিলা এলাকায় নাবালিকা মেয়েটির মামার বাড়িতে এসে নাবালিকা মেয়েটির জন্মের প্রমাণপত্র দেখে জানতে পারেন মেয়েটির বর্তমান বয়স মাত্র 15।  সাথে সাথেই বিয়ে বন্ধ করে দেয় চাইল্ড লাইন এবং সামাজিক শিক্ষাঙ্গন নামে সংস্থার সদস্যরা।

নাবালিকা মেয়ের অভিভাবক এবং এলাকাবাসীর স্বাক্ষ্যর রেখে বিয়ে বন্ধ করে দেয়। নাবালিকা মেয়ের অভিভাবক দের বলা হয়েছে নাবালিকা মেয়েটির 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর