Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

জাতিসংঘে জেনেভায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনফারেন্সে অংশ নিবেন বাংলাদেশের আরিফ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

b6a06d95-2e49-495d-b571-8b27cbaf349b-1

মোঃ ছিদ্দিক, ভোলাঃ আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে জাতিসংঘ জেনেভা আয়োজিত ‘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা ‘ সম্মেলন হতে যাচ্ছে।আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিবেন আরিফ। অতীতে এই তরুন অংশ নিয়েছেন ইউরোপীয় সংসদ, কানাডা জাতীয় সংসদ সহ জাতিসংঘ ৭৫ আয়োজনে।

পেয়েছেন সেভ দ্য চিলড্রেনস, ইউনিসেফ সহ আন্তর্জাতিক অসংখ্য পদক।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফ বলেন,
ক্লাইমেট ক্রাইসিস ইজ এ চাইল্ড রাইটস ক্রাইসিস। এই ব্যাপারে বিশ্ব নেতাদের আরও ভুমিকা পালন করা উচিৎ। যেটা তারা করছেন না, যুদ্ধ যুদ্ধ খেলা খেলে বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন তারা।

জাতিসংঘ জেনেভা আয়োজনে প্রথমবারের মতো অংশ নিতে পেরে নিজের আনন্দের কথা জানান এই প্রতিবেদকের সঙ্গে।আরিফ আরও জানান, ভারতীয় শিশু মন্ত্রণালয় আমন্ত্রনে অংশ নিবেন দিল্লি তে।

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর