এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করার লক্ষে প্রমান জালিয়াতির মামলায় সমাজকর্মী তিস্তা শীতলবাদের রক্ষাকবচের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট’ রায় দিলো বিচারপতি বি আর গাভাই ও এ এস বোপান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ।
উল্লেখ্য, গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। শনিবার গুজরাট হাই কোর্ট শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু ওইদিন সন্ধ্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয় বৃহত্তর বেঞ্চ।