Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সাংসদ পদ খোয়া যাওয়ার মতো পরিস্থিতি এটোয়ার বিজেপি সাংসদ রামশংকর কাঠেরিয়ার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

download (12)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: শপিং মলে একটি সংস্থার দপ্তরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে সাংসদ পদ খোয়া যাওয়ার মতো পরিস্থিতি এটোয়ার বিজেপি সাংসদ রামশংকর কাঠেরিয়ার। ওই মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের এমপি-এমএলএ আদালত।

তিনি বলেন, “স্বাভাবিকভাবেই আদালতের ডাকে হাজির হয়েছিলাম। আদালত আজ আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতকে সম্মান করি। তবে উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে আমার। সেই অধিকার প্রয়োগ করব।”

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ নভেম্বর ‘টোরেন্ট পাওয়ার’ নামের একটি সংস্থার অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল কাঠেরিয়ার বিরুদ্ধে। সংস্থার কর্মীদের মারধর করেন বলেও অভিযোগ। ওই মামলাতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে আগ্রার এমপি-এমএলএ আদালত। ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই শাস্তি থেকে অব্যাহতি না পেলে রাহুল গান্ধীর মতোই সাসংদ পদ খোয়াবেন গেরুয়া নেতা।

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর