বিজেপি কেরালায় আসন্ন ৩০ বছরেও মাথা তুলে দাঁড়াতে পারবে না, বললেন ৫০ বছর RSS এবং বিজেপির সঙ্গে যুক্ত নেতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210317_122852

নিউজ ডেস্ক : কেরালায় গত ৫০ বছর ধরে আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন হিন্দুত্ববাদী নেতা আর বালাশংকর। কিন্তু তিনি হতাশার সঙ্গে বললেন, এভাবে চলতে থাকলে আসন্ন ৩০ বছরেও আমার রাজ্য কেরালাতে বিজেপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তার এই মন্তব্যের পিছনে কেরালায় তার পছন্দের আসন চেঙ্গান্নুর তাকে বিজেপি প্রার্থী না করা বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য বহুদিন ধরে কেরালায় হিন্দুত্ববাদী কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা করছে আরএসএস এবং বিজেপি কিন্তু এখনও পর্যন্ত কেরালা বিধানসভাতে মাত্র একজন সদস্য রয়েছে বিজেপির তরফ থেকে।

আর বালাশংকর কেরালার অর্গানাইজার নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং বিজেপির বুদ্ধিজীবী সেলের একজন সদস্য। কেন্দ্রীয় স্তরে বিজেপির মিডিয়া সেলের সদস্য ও ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে তিনি কেরালার চেঙ্গান্নুর নামক বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু রাজ্য বিজেপি তাকে সেখান থেকে টিকিট না দেওয়ায় তিনি প্রচন্ডভাবে আহত এবং অপমানিত বোধ করছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। তিনি এও বলেছেন, রাজ্য বিজেপি আমাকে এই আসন থেকে প্রার্থনা করে আসলে শাসকদল সিপিআইএম কেই সাহায্য করছেন। কারণ এই এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং মুসলিম সমাজের একটা অংশের সমর্থন আমার সঙ্গে রয়েছে কিন্তু অন্য কোনো প্রার্থী এগুলো কখনোই পাবেনা। উল্লেখ্য কেরালায় উগ্র হিন্দুত্ববাদী নীতি কোনদিনই রাজনৈতিক অঙ্গনে প্রভাব জমাতে পারেনি। তাই আর বালাশঙ্করের মতো নেতারা সেখানে উগ্র হিন্দুত্ববাদী নীতি ছেড়ে মধ্যপন্থা অবলম্বন করে থাকেন। তার ফলে তাদের জনসমর্থন কিছুটা হলেও বৃদ্ধি পায়। তবে আরএসএস এবং বিজেপির বর্তমানে কট্টর হিন্দুত্ববাদী নেতারা এমন নেতাদের অনেক ক্ষেত্রে অগ্রাধিকার দেন না। সেজন্যই তিনি বলেছেন এভাবে চলতে থাকলে আসন্ন তিন দশকের কেরালার রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারবে না বিজেপি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর