ব্রেন টিউমারে আক্রান্ত আন্তর্জাতিক পদক জয়ী অ্যাথলেটিক শ্যামলী সিং

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201005-WA0038

এনবিটিভি ডেস্ক, উজ্জ্বল দাস গুপ্ত, পশ্চিম বর্ধমান: খেলার জন্য ছেড়েছিল ঘর । কিন্তু ব্রেন টিউমার আটকে দিল তার গতি। অর্থনৈতিক সংকটের জন্য নষ্ট হতে চলেছে জাতীয় এবং আন্তর্জাতিক পদক জয়ী অ্যাথলেটিক শ্যামলী সিং এর জীবনের ম্যারাথন। জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া কাঁটা মোড়ের বাসিন্দা শ্যামলী সিং বয়স ৩০, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ম্যারাথন দৌড়ে তিনি ১০৮ টি পদক এবং ৮০ টিরও বেশি ট্রফি এনেছেন দেশ এবং রাজ্যের জন্য। সামনে অলিম্পিকের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন । কিন্তু কয়েকদিন আগে চিকিৎসকরা তাকে জানান তার ব্রেইন টিউমার হয়েছে। খুব দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা চিকিৎসা করাতে অক্ষম। ফলে অসহায় তিনি। শ্যামলী সিং জানান তিনি সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। মেয়ে হিসেবে খেলাধুলা দৌড়ানোটা পছন্দ করেনি অনেকেই। তাই তিনি অ্যাথলেটিক এবং কোচ সন্তোষ সিং কে বিয়ে করে বাড়ি ছেড়েছেন। শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল সে গৃহবধূ হিসাবে থাকুক। কিন্তু শ্যামলী ও তার স্বামী চেয়েছিল অ্যাথলেটিক হিসাবে দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করা। বর্তমানে তারা ছোট্ট এক চিলতে ভাড়ার বাড়িতে আছেন। ফলে শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি তার। কিন্তু ব্রেন টিউমার তার জীবনের গতি থামিয়ে দিয়েছে। আর কখনো তিনি দেশ এবং রাজ্যের জন্য ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কিনা জানেন না। চরম দুশ্চিন্তায় এবং অর্থনৈতিক সংকটে রয়েছেন তিনি। প্রশাসনের কাছে তার আরজি তার এই দুঃসময়ে তাকে চিকিৎসায় সাহায্য করা। জামুরিয়া বিডিও কৃশানু রায় জানান সংবাদমাধ্যমের কাছে তিনি বিষয়টি জেনেছেন। যতদূর সম্ভব তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জামুড়িয়ার বিধায়িকা জাহানারা খান জানান এ ধরনের উজ্জ্বল প্রতিভাকে নষ্ট হতে দেওয়া যাবে না। তার সাধ্যের মধ্যে মধ্যে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তিনি করবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর