এনভিটিভি, ওয়েবডেস্ক: তাঁর বিরুদ্ধে অভিযোগ একগুচ্ছ। তাঁর পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবিতে কুস্তিগীররা আন্দোলন প্রতিবাদে নেমেছেন। সেই ব্রিজভূষণ শরণ সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০২৪এর লোকসভা নির্বাচনে। তেমনটা জানিয়েছেন তিনি নিজেই। গেরুয়া শিবিরের সাংসদ রবিবার স্পষ্টতই জানিয়েছেন এই প্রতিবাদের ঝড়ের কারণে তাঁর রাজনীতিতে ছেদ পড়ছে না। আগামী বছরের লোকসভা নির্বাচনে তিনি ভোট লড়বেন কায়সরগঞ্জ কেন্দ্র থেকেই। মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের গোন্ডায় একটি জনসভায় নিজের বক্তব্য রাখেন তিনি। তবে তিনি তাঁর বক্তব্যে রাম মন্দির সহ একাধিক ইস্যুতে হাত শিবিরকে নিশানা করলেও কুস্তিগীরদের প্রতিবাদের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। ২৩ মিনিট নিজের বক্তব্য পেশ করেন তিনি। বক্তব্যের সুচনা করেন একটি উর্দু গীতি দিয়ে। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ২০২৪ লোকসভা ভোট তিনি কোন কেন্দ্র থেকে লড়াই করবেন। উত্তরে ব্রিজভূষণ জানান, তিনি লড়বেন কায়সরগঞ্জ থেকে।