করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200708-WA0019

এনবিটিভি ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। দীর্ঘদিন তাঁর দেশে করোনা সংক্রমণকে লঘু করে দেখানোর পর মঙ্গলবার তিনি নিজেই জানিয়েছেন তাঁর সংক্রমণের কথা। ৬৫ বছরের প্রেসিডেন্ট কোনও সতর্কতা ছাডা়ই যেমন খুশি লোকজনের সঙ্গে মিশেছেন। কখনই তাঁর মুখে মাস্ক ছিল না। ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠক করেছেন।

আগে বোলসোনারো বলেছিলেন, তিনি অ্যাথলিট ছিলেন। তাই করোনা হলেও তা তাঁর কাছে সামান্য ফ্লুর বেশি কিছু নয়। তিনি এখন হাইড্রোক্সিরোকুইন ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন। বলেছেন, তিনি ভালোই আছেন। প্রেসিডেন্ট হিসেবে তাঁর সামনে থেকে কাজ করার কথা। তাই তিনি জনগণের মাঝেই ছিলেন।

এদিকে, করোনায় ব্রাজিলে করোনায় ৬৫ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। সংক্রমিত হয়েছেন দেড় লাখ। সংখ্যার নিরিখে এখন বিশ্বে আমেরিকার পরেই ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সুস্থতা কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্তুগিজ ও ইংরেজি ভাষায় তিনি ট্যুইট করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর